Meghmukti Patrika

মেঘমুক্তি পত্রিকা | Powered by Hashtag Kolkata Bengali e Magazine

Poem

যৌবন

শুভঙ্কর ঘোষ

শৈশবের ফেলে আসা সন্ধিক্ষন ,
শেষ হতে না হতে-
উপস্থিত হয়ে নতুন রূপান্তর ধর্মী –
ভিন্ন অবস্থার প্রেক্ষাপট।
যার রুপ গন্ধ অনেক ,
বেশি সাবলীলতায় মোরা।
যে নতুন রূপে পৃথিবী কে চিনতে
আর নতুন রুপে আমার আমিকে –
খুঁজে পেতে চায় সময়ের সঙ্গে সঙ্গে।
আর ছুটে চলে যায় অজানাকে জানতে –
আর অচেনাকে আপন করে নিতে।
তার কাছে পৃথিবীর হয়ে ওঠে –
জাদুময় স্বপ্ননগরী দেশ। |
আর নিজে হয়ে ওঠে স্বপ্ননগরীর –
এক ও অদ্বিতীয় কান্ডারী।
যে কান্ডারী ক্রমশ ছুটে চলে –
নতুন থেকে আরো নতুনত্বের অন্বেষণে ,
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে –
এক সীমানা থেকে –
অন্য এক সীমানার মানচিত্রে ,
ছুটে চলে যায় আপন –
ভাবাবেগের লক্ষ্যভেদ করে –
অজানা পৃথিবীর রহস্য ভেদে।