তালপাতার সেপাইয়ের বাবা

প্রতীক বন্দ্যোপাধ্যায় ১ কমলকে কেউ কখনো গলা তুলে কথা বলতে শোনেনি, এমনকি বউয়ের সামনেও নয়। কমলের মা এ নিয়ে প্রায়ই দুঃখ করেন। বিশেষত বৌমা মুখ থেকে কথা পড়া মাত্র পান সেজে না দিলে তিনি ছেলেকে শুনিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন “কপাল! ছেলে কড়া না হলে বৌমা তো অবাধ্য হবেই। প্রথম রাতেই বেড়াল

Read more