ঘুণপোকা
সুব্রত দত্ত ছুটির দিন। বিকেলে আলোক আর অঙ্কিতা তাদের ছোট্ট মেয়ে ঝিনুককে নিয়ে কাছেই নদীর ধারে বেড়াতে এসেছে। ঝিনুক তো নদীর ঢেউ দেখে খুব খুশি। ওর যত আবদার বাবার কাছে। বলে, — “বাবা, কাগজের নৌকো বানিয়ে দাও না। আমি নদীতে ভাসিয়ে দেবো।” — “আচ্ছা, এখানে আমি কাগজ কোথায় পাবো?” —
Read more