Meghmukti Patrika

মেঘমুক্তি পত্রিকা | Powered by Hashtag Kolkata Bengali e Magazine

Poem

আত্মা

শুভঙ্কর ঘোষ
অনন্ত অতীতের সময় থেকে –
বয়ে চলা অবিনশ্বর শক্তি,
যখন প্রবাহিত হয় রক্তমাংসে,
তখনই সূত্রপাত হয় প্রাণ শক্তি
যা আত্মার মধ্যে দিয়ে –
মনের অন্তর্নিহিত সুপ্রিম কোর্ট
থেকে শরীরের হাইকোর্টে পদার্পণ করে অবলীলা ক্রমে,
যেখানে জীবনের সুখ-দুঃখ,হাসি কান্না,
সময়ের সঙ্গে সঙ্গে চোরাবালির মতো-
নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষ্য বহন করে চলে।
সময়ের ক্রমবর্দ্ধমান জীবনযাত্রায়,
চাওয়া-পাওয়ার হিসাব করতে করতে ,
জীবন যুদ্ধে কর্ম সম্পাদন করে।
যেখানে অতীত কর্মের হিসাব নিকাশ,
করিয়ে ভাগ্যকে ত্বরান্বিত করে।
তাইতো ভাগ্য + কর্মের লুকোচুরিতে,
কখনো রোদের দেখা দেয় মানবাত্মায়-
আবার কখনো কুয়াশায় নিমজ্জিত হয়।
এইভাবে দিন-রাতের অন্তরালে,
সময়ের প্রবহমান স্রোতের ধারায়-
জীবনের সমস্ত ভাবাবেগের সঙ্গী –
হয়ে অবিনশ্বর তরঙ্গ প্রবাহের মত,
নতুন দিগন্তের উন্মোচনে এগিয়ে যায়!
আর সবশেষে পড়ে থাকে শরীরের কালো ছাই।
কিন্তু আত্মার ঘটেনা মুক্তির স্বাদ।
সে তার কর্মের বিশালতায়-
নতুন জায়গা ঠিকানা তৈরী করে।
আপন মহিমায় ভর করে।