শবযাত্রী

কত পথ পেরিয়ে এলে,
নিজের কাছে ফেরা যায়?
কতোটা খুঁজলে,
পাওয়া যায় আমার আমি-কে?
কত ভুলের ফুলে-বিছানো পথ ধরে হাঁটলে, পরিণতির ছোঁয়া পাবো..?
ভাবনারা সংখ্যায় বাড়ে,
কিন্তু সময়ের হাত ধরে না…
ওরা মিছিল করে চলতে থাকে…
ওদের মৃত্যু-মিছিলের পুরোভাগে,
আমি….
আমি আজ নিজেই নিজের শবযাত্রী…।।

–নটরাজ বাউল–