Meghmukti Patrika

মেঘমুক্তি পত্রিকা | Powered by Hashtag Kolkata Bengali e Magazine

Poem

একলা ঘর

শুভঙ্কর ঘোষ

একাকীত্বতা এ ভরা ঘরে যখন ,
জন্ম নেয় নির্জনতাই মোরা জীবন।
অন্ধকারময় ঘর তখন –
বন্ধুত্ব হীন পরিবেশে অবস্থান করে।
চেনা জগতের পরিমণ্ডলে ঢুকে যায় ,
অচেনা ঋতু পরিবর্তনের পূর্বাভাস।
যেখানে হৃদয়ের জানালা
খুঁজে পেতে চায় –
নবদূত এর এর আহবাণ বাণী।
এই নবদূত এর উত্থান হয়তো
রঙিন বোকা বাক্সে সম্ভব হলেও –
বাস্তবে ক্যানভাসে তা নশ্বর।
তবুও আশায় বুক বাঁধে ,
একলা ঘরের এই নব যৌবন।
কখনো সে 4 সীমানার –
নেত্ত যুগল দিয়ে দেখতে পায় ,
দূরের দীপ্তিময় উজ্জল বন্ধু সমষ্টিকে।
তারা যেন সবসময় পাশে থাকার –
অঙ্গীকার নিয়ে ছুটে আসছে।
যা শুধু সময়ের অপেক্ষা ,
এইভাবে একলা ঘরের –
অঙ্গ-প্রত্যঙ্গ অবলীলাক্রমে,
হয়ে উঠে প্রাণবন্ত ময় |