Meghmukti Patrika

মেঘমুক্তি পত্রিকা | Powered by Hashtag Kolkata Bengali e Magazine

Poem

চরিত্র

শুভঙ্কর ঘোষ

এই শব্দটির পর্যালোচনায় হয়তো –
বিশ্লেষণ ঘটে মনুষ্য সত্তার।
খুঁজে পাওয়া যায় প্রকৃত মানুষ কে?
তবে খুঁজে পাওয়ার জন্য –
প্রয়োজন হয় আলাপ-পরিচয়ের |
ভাব ভালোলাগা নামক গুরুত্বপূর্ণ –
অনুভূতি নামক মেলবন্ধন সূত্রের।
কিন্তু চরিত্র নামক মানব জীবনের ,
অলংকার চেনা অনেকটাই –
আসল সোনা ও নকল সোনা –
চেনার মতই দুর্বিষহ।
যা দিনের বেলাতেও ,
উজ্জ্বলহীণ হয়ে থাকলেও –
রাত্রিবেলা তো আলোকিত হতে পারে।
তবে দীর্ঘসময়ের যাত্রাপথে –
একজন মানুষ একজন মানুষের ,
চরিত্রের গাফরেখা আঁকতে পারে।
জানতে পারে মানুষটির,
শাখা-প্রশাখা গুল্ম দ্বয়কে।
আর এর মাধ্যমে সন্ধান পাওয়া যায় ,
চরিত্র নামক বহুরূপীর।
কিন্তু এত কিছুর পরেও –
তবু প্রশ্ন থেকে যায়-
চরিত্রের বিভিন্ন তোর জন্য কি-
পারিপার্শ্বিক পরিস্থিতি দায়ী?