ভালোবাসার অসুখ
কলমে- ঐন্দ্রিলা ঘোষ গভীর রাতে তারা খসার মতো ঝড়ে পড়বে আমার ও জীবন একদিন। দিগন্তের পারে মিলিয়ে যেতে যেতে আমার দীর্ঘশ্বাস কোনোদিনও ঝড় হয়ে ভাঙবে না তোমার সুখের নীড় যদিও আমার সুখ গুলি জ্যোতি হারা তারার মতো ছায়াপথে যাবে হারিয়ে।আমার হাসিরা গোধূলির আবছা আলোয় মিশে যাবে আকাশে;উড়ে যাওয়া মেঘের দিকে
Read more