সত্যজিৎ রায়ের সৃষ্টিতে বাবারা: আলোয়, অন্ধকারে
প্রতীক বন্দ্যোপাধ্যায় সকলেই জানে ভারতবর্ষীয় বাবাদের মহিমা অপার। জন্মদাতার কথা হচ্ছে না। অনেক ক্ষেত্রে যে বাবারা জন্মদাতার চেয়েও প্রণম্য হয়ে ওঠেন সন্তানদের কাছে, সেই বাবাদের কথাই বলছি। ভারতের চন্দ্রযান, মঙ্গলযান গন্তব্যে পৌঁছাতে পারল কিনা, তার ভিত্তিতে এ দেশে বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে প্রশ্ন তোলা যেতে পারে। কিন্তু জনমানসে বাবাদের প্রভাব আজও প্রশ্নাতীত।
Read more