Meghmukti Patrika

মেঘমুক্তি পত্রিকা | Powered by Hashtag Kolkata Bengali e Magazine

Poem

ভালোবাসার অসুখ

কলমে- ঐন্দ্রিলা ঘোষ

গভীর রাতে তারা খসার মতো ঝড়ে পড়বে আমার ও জীবন একদিন। দিগন্তের পারে মিলিয়ে যেতে যেতে আমার দীর্ঘশ্বাস কোনোদিনও ঝড় হয়ে ভাঙবে না তোমার সুখের নীড়

যদিও আমার সুখ গুলি জ্যোতি হারা তারার মতো ছায়াপথে যাবে হারিয়ে।
আমার হাসিরা গোধূলির আবছা আলোয় মিশে যাবে আকাশে;
উড়ে যাওয়া মেঘের দিকে তাকিয়ে বেঁচে থাকার ক্ষীণ আশাটুকু ধীরে ধীরে মিলিয়ে যাবে মরীচিকার মত।

আমাদের সেই বৈকালিক আড্ডা গুলো মন থেকে সরাতে না পারা বেচারি হৃদয় টা শুকনো হয়ে ছড়িয়ে গেছে মরুভূমিতে এক পশলা বৃষ্টি হয়ে।

তোমার স্বপ্ন গুলো যখন রামধনু হয়ে উড়বে আকাশে, তখন আমার চোখ দুটো ক্লান্ত হয়ে খরস্রোতা নদীর মত বয়ে যাবে দু’গাল বেয়ে।
আমার জীবনের মুহুর্ত গুলো যদি তুমি হাতে নিয়ে দেখতে একবার, বুঝতে কতটা সুখ আমাকে নিংড়ে বের করে আনছে।
তোমার দেওয়া সুখের নিদ্রার গভীরে মিলিয়ে যেতে যেতে শুধু বলবো
ভালো থেকো, সুখে থেকো!!!