About Us
Who are we – আমরা কারা
মেঘমুক্তি। প্রতিটা মানুষই জন্মের একটা সময় পর থেকে একটা স্বপ্ন নিয়ে বাঁচতে থাকে, একটা স্বপ্ন নিয়ে এগোতে থাকে। অনেক স্বপ্ন একদিন দূর আকাশে পাড়ি দিয়ে সাফল্য লাভ করে, আবার কিছু স্বপ্ন, চোরা বালিতে হারিয়ে যায় চিরতরে । অনেক মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে, বুকে প্রতিভা কে আঁকড়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু চলার পথে, কোন সময় হয়তো সেই স্বপ্ন গুলো কালো মেঘে ঢেকে যায়, থমকে যায় প্রতিভা। তাদের সেই মেঘ থেকে মুক্তি দিয়ে, আশার আলোতে আবার ফিরিয়ে আনতেই আমাদের এই মেঘমুক্তি e-পত্রিকা।
Our mission – আমাদের লক্ষ্য
আমাদের এই প্রজন্মে অনেক নতুন নতুন লেখক লেখিকা আছেন, যাঁদের লেখা খুব সুন্দর, কিন্তু অপ্রকাশিতই থেকে যাচ্ছে, পাচ্ছে না কোথাও মুক্তির আলো। আমরা মনে করি যাঁরা লেখা-লেখি করেন , যাঁদের প্রতিভা কাগজে গল্প, প্রবন্ধ, কবিতার রূপ নিয়ে ফুটে ওঠে, তাঁদের লেখা বাংলার সাহিত্য জগতে অনেক বড় অবদান।
আমাদের লক্ষ্য হলো সেই সব লেখা, সেই সব কবিতা যারা কুঁড়িতেই হারিয়ে যাচ্ছে, ফুল হয়ে ফুটে প্রকাশ পাচ্ছে না… তাঁদের বিকশিত হবার একটা সুযোগ দেওয়া। বাংলা সাহিত্য প্রসারের জন্যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।।
What We Do – আমাদের উদ্দেশ্য
মেঘমুক্তি, মেঘ কেটে একদিন সূর্যের আলো বেরোবেই, সে যতই ঘন কালো মেঘ হোক না কেন। যাঁরা যাঁরা কবিতা, গল্প, প্রবন্ধ, কিম্বা ভ্রমন কাহিনী লেখেন, তাঁরা তাদের লেখা আমাদের পাঠাতে পারেন, আমরা চেষ্টা করবো তাঁদের লেখা প্রকাশিত করার, তাঁদের লেখাকে মেঘ থেকে মুক্তি দেওয়ার। আমাদের লেখা পাঠান নিচে উল্লেখিত ইমেল ঠিকানায়। মাইক্রোসফ্ট ওয়ার্ড এ লিখে, নিচে নিজের নাম ঠিকানা, মোবাইল নম্বর অবশ্যই লিখে দেবেন।।
For any query mail us at mm2k22@meghmukti.com or fill up the contact us form.
Follow us on Instagram and don’t forget to like our page hashtag Kolkata on Facebook.
: OUR TEAM :
Founder : Brojendra Nath Basu
Operating Head : Santanu Basu
Email : santanu@hashtagkolkata.com
Web Developer : Saradwata Bandyopadhyay
Content Editor : Ashim Nath
Graphics Editor : Pradumna Sinha